ব্রাজিলের বারসেলোস প্রদেশের অ্যামাজন অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বারসেলোসের রাজধানী মানাস থেকে ৪০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর উইলসন লিমা।
দুর্ঘটনাকবলিত বিমানে থাকা ১৪ জন পর্যটকের সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক। নিহত অপর দুজন হলেন বিমানে পাইলট এবং কো-পাইলট।
ব্রাজিলে বিমান দুর্ঘটনায় নিহত ১৪
ব্রাজিলের বারসেলোস প্রদেশের অ্যামাজন অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বারসেলোসের রাজধানী মানাস থেকে ৪০০ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই প্রদেশের গভর্নর উইলসন লিমা।
দুর্ঘটনাকবলিত বিমানে থাকা ১৪ জন পর্যটকের সবাই নিহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজন যুক্তরাষ্ট্রের নাগরিক। নিহত অপর দুজন হলেন বিমানে পাইলট এবং কো-পাইলট।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 30, 2023, 6:43 am