ককসবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কুতুবদিয়া এজেন্সির স্বত্বাধিকারী শামসুল আলম কুতুবী আর নেই। সোমবার ২১ আগস্ট বিকেলে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
প্রবীণ ঠিকাদার মরহুম শামসুল আলম কুতুবী ছিলেন নাজমুল আলম উপল ও নুরুল বশর জুয়েল এর পিতা এবং আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কুতুবীর বড় ভাই। শামসুল আলম কুতুবী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার ২২ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় কুতুবদিয়া আইডিয়াল হাই স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং একইদিন আছরের নামাজের পর এস.এ ফিলিং স্টেশন মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
বিশিষ্ট ব্যবসায়ী শামসুল আলম কুতুবী আর নেই
ককসবাজারের বিশিষ্ট ব্যবসায়ী, কুতুবদিয়া এজেন্সির স্বত্বাধিকারী শামসুল আলম কুতুবী আর নেই। সোমবার ২১ আগস্ট বিকেলে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
প্রবীণ ঠিকাদার মরহুম শামসুল আলম কুতুবী ছিলেন নাজমুল আলম উপল ও নুরুল বশর জুয়েল এর পিতা এবং আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম কুতুবীর বড় ভাই। শামসুল আলম কুতুবী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার ২২ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় কুতুবদিয়া আইডিয়াল হাই স্কুল মাঠে মরহুমের প্রথম নামাজে জানাজা এবং একইদিন আছরের নামাজের পর এস.এ ফিলিং স্টেশন মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে মরহুমের পারিবারিক সুত্রে জানা গেছে।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 30, 2023, 5:52 am