মোঃ তাছবীর হোসেন (১৮৬১৭) কে কক্সবাজারের মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ১৩ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ মঞ্জরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ তাছবীর হোসেন সহ একই পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি ল্যান্ড পদে পদায়ন করা হয়।
মহেশখালী’র নতুন পদায়ন হওয়া এসি ল্যান্ড মোঃ তাছবীর হোসেন বিসিএস (প্রশাসন) ৩৭ তম ব্যাচের একজন সদস্য। তিনি নিজে চাঁদপুর জেলার বাসিন্দা এবং তাঁর শ্বশুর বাড়ি বরিশাল জেলায়।
অন্যদিকে, একই প্রজ্ঞাপনে মহেশখালী’র বর্তমান এসি ল্যান্ড এ.এফ.এম শামীম (১৮৭৫০) কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া সার্কেলের এসি ল্যান্ড পদে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, অর্থনৈতিক জোন সহ মহেশখালীতে সরকারের চলমান বেশ কয়েকটি মেগা প্রকল্পের কারণে মহেশখালীর এসি ল্যান্ড পদটি খুবই গুরুত্বপূর্ণ।
তাছবীর হোসেন মহেশখালী’র নতুন এসি ল্যান্ড
মোঃ তাছবীর হোসেন (১৮৬১৭) কে কক্সবাজারের মহেশখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার ১৩ আগস্ট চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ মঞ্জরুল হাফিজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোঃ তাছবীর হোসেন সহ একই পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি ল্যান্ড পদে পদায়ন করা হয়।
মহেশখালী’র নতুন পদায়ন হওয়া এসি ল্যান্ড মোঃ তাছবীর হোসেন বিসিএস (প্রশাসন) ৩৭ তম ব্যাচের একজন সদস্য। তিনি নিজে চাঁদপুর জেলার বাসিন্দা এবং তাঁর শ্বশুর বাড়ি বরিশাল জেলায়।
অন্যদিকে, একই প্রজ্ঞাপনে মহেশখালী’র বর্তমান এসি ল্যান্ড এ.এফ.এম শামীম (১৮৭৫০) কে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া সার্কেলের এসি ল্যান্ড পদে বদলী করা হয়েছে।
প্রসঙ্গত, বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, অর্থনৈতিক জোন সহ মহেশখালীতে সরকারের চলমান বেশ কয়েকটি মেগা প্রকল্পের কারণে মহেশখালীর এসি ল্যান্ড পদটি খুবই গুরুত্বপূর্ণ।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 27, 2023, 11:55 pm