কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের পাথুরের সৈকতে ভেসে এসে আটকে পড়ে একটি মা কচ্ছপ।
গত বুধবার বিকেলে ছেঁড়াদ্বীপের দক্ষিণ দিকের সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসে কচ্ছপটি। পরে কচ্ছপটি উদ্ধার করে পুনরায় সাগরের অবমুক্ত করা হয়।
সেন্টমার্টিনদ্বীপের সৈকতকর্মী সুপারভাইজার জয়নাল আবেদীন বলেন,বুধবার বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে ছেঁড়াদ্বীপে ঘুরতে যায়। দ্বীপের দক্ষিণে যাওয়ার সময় কচ্ছপটিকে আটকে থাকতে দেখি। এর পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা আঘাতের পরিচর্যা করে কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দিই। কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। হয়তো ডিম ছাড়তে এসে সৈকতের পাথরে আটকে পড়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক শাহ আলম বলেন, না দেখে ঠিকভাবে বলা সম্ভব নয় এটা কোন প্রজাতির কচ্ছপ।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ছেঁড়াদ্বীপের পাথুরে সৈকতে একটি মা কচ্ছপ আটকে পড়ার খবর দেন সৈকতকর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। পরে সেটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছেন কর্মীরা।
ছেঁড়াদ্বীপ সৈকতে কচ্ছপ আটকা,পরে সাগরে অবমুক্ত
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপের পাথুরের সৈকতে ভেসে এসে আটকে পড়ে একটি মা কচ্ছপ।
গত বুধবার বিকেলে ছেঁড়াদ্বীপের দক্ষিণ দিকের সৈকতে স্থানীয় লোকজনের নজরে আসে কচ্ছপটি। পরে কচ্ছপটি উদ্ধার করে পুনরায় সাগরের অবমুক্ত করা হয়।
সেন্টমার্টিনদ্বীপের সৈকতকর্মী সুপারভাইজার জয়নাল আবেদীন বলেন,বুধবার বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে ছেঁড়াদ্বীপে ঘুরতে যায়। দ্বীপের দক্ষিণে যাওয়ার সময় কচ্ছপটিকে আটকে থাকতে দেখি। এর পায়ে আঘাতের চিহ্ন ছিল। পরে আমরা আঘাতের পরিচর্যা করে কচ্ছপটিকে সমুদ্রে ছেড়ে দিই। কচ্ছপটির ওজন ২৫ থেকে ৩০ কেজি হতে পারে। হয়তো ডিম ছাড়তে এসে সৈকতের পাথরে আটকে পড়েছিল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক শাহ আলম বলেন, না দেখে ঠিকভাবে বলা সম্ভব নয় এটা কোন প্রজাতির কচ্ছপ।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ছেঁড়াদ্বীপের পাথুরে সৈকতে একটি মা কচ্ছপ আটকে পড়ার খবর দেন সৈকতকর্মী ও স্থানীয় ইউপি চেয়ারম্যান। পরে সেটি উদ্ধার করে সাগরে অবমুক্ত করেছেন কর্মীরা।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2023, 5:12 pm