হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু’র মাতা মঞ্জু রানী বড়ুয়া আর নেই। বৃহস্পতিবার ১০ আগস্ট সকাল ৯ টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি পরলোকগমন করেন।
পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা সরণিস্থ (পুরাতন সায়মান রোড) সুবিকাশ বড়ুয়া’র সহধর্মিণী। মঞ্জু রানী বড়ুয়া অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও জাপান প্রবাসী অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু, তরুণ উদ্যোক্তা সুভাসিশ বড়ুয়া পিকু এবং কক্সবাজার শহরের ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা বড়ুয়া ও জাপান প্রবাসী লিনা বড়ুয়া’র মাতা।
শুক্রবার ১১ আগস্ট দুপুর ২ টায় কক্সবাজার শহরের মোহাজের পাড়া বৌদ্ধ মন্দিরে মঞ্জু রানী বড়ুয়া’র শেষকৃত্য অনুষ্ঠান করা হবে বলে পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া’র জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু জানিয়েছেন।
এড. দীপংকর বড়ুয়া পিন্টুর মাতার পরলোকগমন
হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু’র মাতা মঞ্জু রানী বড়ুয়া আর নেই। বৃহস্পতিবার ১০ আগস্ট সকাল ৯ টার দিকে কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি পরলোকগমন করেন।
পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া কক্সবাজার শহরের মুক্তিযোদ্ধা সরণিস্থ (পুরাতন সায়মান রোড) সুবিকাশ বড়ুয়া’র সহধর্মিণী। মঞ্জু রানী বড়ুয়া অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু ও জাপান প্রবাসী অ্যাডভোকেট সুশোভন বড়ুয়া মিন্টু, তরুণ উদ্যোক্তা সুভাসিশ বড়ুয়া পিকু এবং কক্সবাজার শহরের ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণা বড়ুয়া ও জাপান প্রবাসী লিনা বড়ুয়া’র মাতা।
শুক্রবার ১১ আগস্ট দুপুর ২ টায় কক্সবাজার শহরের মোহাজের পাড়া বৌদ্ধ মন্দিরে মঞ্জু রানী বড়ুয়া’র শেষকৃত্য অনুষ্ঠান করা হবে বলে পরলোকগমনকৃত মঞ্জু রানী বড়ুয়া’র জ্যেষ্ঠ পুত্র অ্যাডভোকেট দীপংকর বড়ুয়া পিন্টু জানিয়েছেন।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 28, 2023, 12:07 am