নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।শুক্রবার ২১ জুলাই রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সাজ্জাদুল হাসানকে এ মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বস্ত সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট ৯ জন প্রার্থী দলের দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাবেক এমপি রেবেকা মমিনের মৃত্যুতে শূণ্য হওয়া নেত্রকোণা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সাজ্জাদুল হাসান কক্সবাজারের ১৬ তম জেলা প্রশাসক হিসাবে ২০০৭ সালের ১৩ মে থেকে ২০০৮ সালের ২৮ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁর বড়ভাই ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি।
নেত্রকোণা-৪ আসনে আ’লীগের প্রার্থী কক্সবাজারের সাবেক ডিসি সাজ্জাদুল হাসান
নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ও সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।শুক্রবার ২১ জুলাই রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সাজ্জাদুল হাসানকে এ মনোনয়ন দেওয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন। বিশ্বস্ত সুত্র এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট ৯ জন প্রার্থী দলের দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। সাবেক এমপি রেবেকা মমিনের মৃত্যুতে শূণ্য হওয়া নেত্রকোণা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, সাজ্জাদুল হাসান কক্সবাজারের ১৬ তম জেলা প্রশাসক হিসাবে ২০০৭ সালের ১৩ মে থেকে ২০০৮ সালের ২৮ আগস্ট পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তাঁর বড়ভাই ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 29, 2023, 4:07 pm