কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ায় ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে শাহপরী হাইওয়ে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় মহাসড়কের উখিয়ার কদলাতলী উঠনতি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর মৃত লাল মিয়া ছেলে ট্রাক চালক মোঃ আয়নাল মিয়া (৪২) ও একই জেলার নয়াপুকুর রাম রায়েরপাড়ার মৃত সামাদ মিয়ার ছেলে হেল্পার মোঃ আব্দুর রাজ্জাক (৫২)।
সূত্র জানায়, দুই মাদক বিক্রেতা একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে যাচ্ছেন। গোপন সংবাদ পেয়ে রাতে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে সড়কে চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এসময় কক্সবাজারমুখী একটি ট্রাক উখিয়া মহাসড়কের কদলাতলী উঠনতি এলাকায় আসলে গাড়িটি গতিরোধ করা হয়।
সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা দুই মাদক বিক্রেতাকে আটক করে তল্লাশি চালায়। পরে ট্রাকের ড্রাইভিং সিট ও হেলপারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত নীল রঙের ২৫টি পলিজিফারের প্যাকেট উদ্ধার করে। এতে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শাহপরী হাইওয়ে পুলিশের হাতে দুই ইয়াবা কারবারি আটক, ট্রাক জব্দ
কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক মহাসড়কের উখিয়ায় ৫ হাজার ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে শাহপরী হাইওয়ে পুলিশ।
শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টায় মহাসড়কের উখিয়ার কদলাতলী উঠনতি এলাকা থেকে এসব উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর মৃত লাল মিয়া ছেলে ট্রাক চালক মোঃ আয়নাল মিয়া (৪২) ও একই জেলার নয়াপুকুর রাম রায়েরপাড়ার মৃত সামাদ মিয়ার ছেলে হেল্পার মোঃ আব্দুর রাজ্জাক (৫২)।
সূত্র জানায়, দুই মাদক বিক্রেতা একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ইয়াবার চালান নিয়ে যাচ্ছেন। গোপন সংবাদ পেয়ে রাতে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে সড়কে চেকপোস্ট বসায় হাইওয়ে পুলিশ। এসময় কক্সবাজারমুখী একটি ট্রাক উখিয়া মহাসড়কের কদলাতলী উঠনতি এলাকায় আসলে গাড়িটি গতিরোধ করা হয়।
সঙ্গে সঙ্গে গাড়িতে থাকা দুই মাদক বিক্রেতাকে আটক করে তল্লাশি চালায়। পরে ট্রাকের ড্রাইভিং সিট ও হেলপারের সিটের নিচে বিশেষ কায়দায় লুকায়িত নীল রঙের ২৫টি পলিজিফারের প্যাকেট উদ্ধার করে। এতে ৫ হাজার ইয়াবা পাওয়া যায়।
শাহপরী হাইওয়ে থানার ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 23, 2023, 12:46 am