কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর অবৈধভাবে দোকান নির্মাণ ও বাঁধের জমি দখলে নেয়ার হিড়িক পড়েছে। ঠিক তেমনিভাবে দখলে নিচ্ছে খেশমত উল্লাহ কাজল নামে কুতুবদিয়া সরকারি কলেজের পার্ট টাইম এ শিক্ষক। এ পেশাকে কাজে লাগিয়ে দিনদুপুরে বেড়িবাঁধের ব্লকের ওপর দোকান নির্মাণ করে যাচ্ছে । সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, পাউবো কর্মকর্তার ক্ষমতা উৎস কোথায় দেখে নিবো। আগে বাঁধা সৃষ্টি করতে আসুক। তারপর চাকরি কিভাবে খেয়ে ফেলি দেখবেন তো।
এদিকে, ১৫০গজ দূরেই পানি উন্নয়ন বোর্ডের কুতুবদিয়া শাখা অফিস। নাকের ডগায় সরকারি বেড়িবাঁধের উপর স্থায়ী দোকান তৈরি করছেন বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী আল আমিন মার্কেট এলাকার মোহাম্মদ রশিদ প্রকাশ গুরাবাসির ছেলে খেশমত উল্লাহ কাজল। অন্যদিকে,পাউবোর কর্মকর্তার এমন নিরব ভূমিকায় জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দখলকারী মোহাম্মদ রশিদ প্রকাশ গুরাবাসি ও ছেলে খেশমত উল্লাহ কাজলের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত লোকজন অর্থের বিনিময়ে দোকান তোলার কাজে জড়িত রয়েছে।
এ ব্যাপারে কুতুবদিয়া পানি উন্নয়ন বোর্ডে উপজেলা প্রকৌশলী এলটন চাকমা জানান, বিষয়টি শুনে ফোনে কথা বলেছি এবং আমার লোক গিয়ে কড়াকড়িভাবে নিষেধ করে আসছে। আমাদের কে বলছে আর করবে না, যদি করে তাহলে কয়েক দিনের মধ্যে অবশ্যই বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে। ঘুষ বাণিজ্যের মাধ্যমে দোকান নির্মাণ করতে দেওয়া হয়েছে বিষয়টি কতটুকু সত্যি জানতে চাইলে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে জানান।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে জানান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা।
কুতুবদিয়ায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ওপর অবৈধ দোকান নির্মাণ!
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় নির্মাণাধীন পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের উপর অবৈধভাবে দোকান নির্মাণ ও বাঁধের জমি দখলে নেয়ার হিড়িক পড়েছে। ঠিক তেমনিভাবে দখলে নিচ্ছে খেশমত উল্লাহ কাজল নামে কুতুবদিয়া সরকারি কলেজের পার্ট টাইম এ শিক্ষক। এ পেশাকে কাজে লাগিয়ে দিনদুপুরে বেড়িবাঁধের ব্লকের ওপর দোকান নির্মাণ করে যাচ্ছে । সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, পাউবো কর্মকর্তার ক্ষমতা উৎস কোথায় দেখে নিবো। আগে বাঁধা সৃষ্টি করতে আসুক। তারপর চাকরি কিভাবে খেয়ে ফেলি দেখবেন তো।
এদিকে, ১৫০গজ দূরেই পানি উন্নয়ন বোর্ডের কুতুবদিয়া শাখা অফিস। নাকের ডগায় সরকারি বেড়িবাঁধের উপর স্থায়ী দোকান তৈরি করছেন বড়ঘোপ ইউনিয়নের দক্ষিণ অমজাখালী আল আমিন মার্কেট এলাকার মোহাম্মদ রশিদ প্রকাশ গুরাবাসির ছেলে খেশমত উল্লাহ কাজল। অন্যদিকে,পাউবোর কর্মকর্তার এমন নিরব ভূমিকায় জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দখলকারী মোহাম্মদ রশিদ প্রকাশ গুরাবাসি ও ছেলে খেশমত উল্লাহ কাজলের ভয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী অভিযোগ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় দায়িত্বপ্রাপ্ত লোকজন অর্থের বিনিময়ে দোকান তোলার কাজে জড়িত রয়েছে।
এ ব্যাপারে কুতুবদিয়া পানি উন্নয়ন বোর্ডে উপজেলা প্রকৌশলী এলটন চাকমা জানান, বিষয়টি শুনে ফোনে কথা বলেছি এবং আমার লোক গিয়ে কড়াকড়িভাবে নিষেধ করে আসছে। আমাদের কে বলছে আর করবে না, যদি করে তাহলে কয়েক দিনের মধ্যে অবশ্যই বড় ধরনের ব্যবস্থা নেয়া হবে। ঘুষ বাণিজ্যের মাধ্যমে দোকান নির্মাণ করতে দেওয়া হয়েছে বিষয়টি কতটুকু সত্যি জানতে চাইলে তিনি সম্পূর্ণ মিথ্যা বলে জানান।
বিষয়টি নিয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীর সাথে কথা বলে ব্যবস্থা নিবেন বলে জানান, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দীপংকর তঞ্চঙ্গ্যা।
উপদেষ্টামন্ডলী
সম্পাদক ও প্রকাশক
হাসনাত রাব্বি শরীফ
ব্যবস্থাপনা সম্পাদক
ইঞ্জিনিয়ার কে এম মেহেদী হাসান |
প্রধান কার্যালয়
তারা কমপ্লেক্স, ময়মনসিংহ রোড, মধুপুর, টাঙ্গাইল-১৯৯৬
মোবাইল
০১৭১৫-৬২৬-৪৫০, ০১৯৭৫-৬২৬-৪৫০,
ই-মেইল
rabbi.sharif@yahoo.com |
প্রিন্টের তারিখ ও সময়: September 23, 2023, 1:11 am